Saturday, April 05, 2025

headlines

    11

Style5

    চে নেমে এসেছে, যা প্রায় ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন দাম। গত বুধবার দিনের লেনদেনে তেলের দামে বেশ ওঠানামা লক্ষ্য করা গেলেও বৃহস্পতিবার তা ব্যারেলপ্রতি ২৭ ডলারের নিচে নেমে যায়। এর আগে ২০০৩ সালের মে মাসে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম সর্বশেষ এত নিচে নেমেছিল। তখন ব্যারেলপ্রতি তেলের দাম ২৬ ডলারেরও নিচে নেমে ছিলো।

    বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমার কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। আর এ কারণেই মূলত তেলের দাম আরো কমেছে।

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে দিনের লেনদেনের এক পর্যায়ে অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম, যা আগামী মার্চে সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি ২৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। পরে অবশ্য তা সামান্য বেড়ে ২৬ ডলার ৩৮ সেন্টে উঠলেও এই দাম বুধবারের তুলনায় ১ ডলার ৭ সেন্ট কম।

    অপর দিকে ইউরোপের বাজারেও বৃহস্পতিবার কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, যদিও তা এখনো ৩০ ডলারের ওপরেই আছে। এদিন ইউরোপের বাজারে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম, যা আগামী

    About Md Munna MN

    This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    «
    Next
    This is the most recent post.
    »
    Previous
    সভায় সিদ্ধান্ত হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে

    কোন মন্তব্য নেই:

    Post a Comment