Style5

প্রিন্ট করুন 0 বিশ্ববাজারে আরো কমল জ্বালানি তেলের দাম

চে নেমে এসেছে, যা প্রায় ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন দাম। গত বুধবার দিনের লেনদেনে তেলের দামে বেশ ওঠানামা লক্ষ্য করা গেলেও বৃহস্পতিবার তা ব্যারেলপ্রতি ২৭ ডলারের নিচে নেমে যায়। এর আগে ২০০৩ সালের মে মাসে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম সর্বশেষ এত নিচে নেমেছিল। তখন ব্যারেলপ্রতি তেলের দাম ২৬ ডলারেরও নিচে নেমে ছিলো।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমার কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। আর এ কারণেই মূলত তেলের দাম আরো কমেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে দিনের লেনদেনের এক পর্যায়ে অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম, যা আগামী মার্চে সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি ২৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। পরে অবশ্য তা সামান্য বেড়ে ২৬ ডলার ৩৮ সেন্টে উঠলেও এই দাম বুধবারের তুলনায় ১ ডলার ৭ সেন্ট কম।

অপর দিকে ইউরোপের বাজারেও বৃহস্পতিবার কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, যদিও তা এখনো ৩০ ডলারের ওপরেই আছে। এদিন ইউরোপের বাজারে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম, যা আগামী

সভায় সিদ্ধান্ত হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে

সরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের গ্রাহকের অজ্ঞাতসারে তার অ্যাকাউন্ট থেকে এটিএমের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক।

শনিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক সভার পর কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

যে কোনো ব্যাংকের জন্যই এ ধরনের ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে এস কে সুর চৌধুরী বলেন, বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল তদন্ত করবে। পরিদর্শনের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, ইস্টার্ন ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে নিরাপত্তায় এ ধরনের ত্রুটি থা

ইউপি নির্বাচনে অংশ নেবে সিপিবি

কা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার দলটির প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে বলা হয়, স্থানীয় সরকারের ক্ষমতায়নের জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচন নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য কালো টাকা, পেশিশক্তি ক্ষমতাসীন দলের পক্ষে প্রশাসন ব্যবহার, ধর্মের অপব্যবহারমুক্ত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভা নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিপিবির চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন দেবে সংশ্লিষ্ট জেলা কমিটিসমূহ।

আজকের গণতন্ত্রে কোন তন্ত্র নেই’ ‘

ন্সিগঞ্জ: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘কথা বলা যায় না, লেখা যায় না। গণতন্ত্র আজ নির্বাসিত। আমরা কেবল মুখেই গণতন্ত্রের কথা বলি। কার্যকর কোনো তন্ত্র নেই।’

শনিবার বিকালে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে এখন পুলিশ হতে হলে ১০ লক্ষ ও স্কুলশিক্ষক হতে হলে ৫ লক্ষ টাকা লাগে। আমাদের সময় এমন ছিল না। দুর্নীতি ছিল না।’

Top